৳ ১৫০ ৳ ১৩২
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
আমিও কিছু না বলে একরাশ হতাশা নিয়ে খাবার ঘরের দিকে পা বাড়াতেই ভাইয়ার রুম থেকে চিৎকার। কোমল সুরে, আবেগে কাঁদো কাঁদো কণ্ঠে নারীতিমতাে হুংকার ছেড়ে ভাইয়া বলল, ‘বাড়ি থেকে যেথায় যাবি যা, তাই বলে আমার টাকা নিয়ে গেলি কোন সাহসে? আমি কি টাকা জমাই আপনার পলায়নের জন্য? ভাইয়ার এমন কর্কশ ও রূঢ় ব্যবহারের সঙ্গে আমি মােটামুটি পরিচিত। কোমল ভাষাটা মূলত তার আসে না। আমার বিশ্বাস, গার্লফ্রেন্ডের সঙ্গেও সে এমন কর্কশ ভাষায় কথা বলে। গার্লফ্রেন্ডের সঙ্গে যেভাবে কথা বলার বলুক। আমার কথা হলাে, আমার প্রত্যাবর্তনের আনন্দে তার তাে কথা বলারই কথা ছিল না। বাকরুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে সে কথা তাে বললই, বরং স্বভাবসুলভ রূঢ় ভাষাতেই বলল। তাও কী নিয়ে বলল? মাত্র দুই হাজার টাকা নিয়েছি বলে বাড়িতে ঢুকতে না ঢুকতেই খোটা দিয়ে বসল। এ অপমান গায়ে মাখার মতাে না। তবু গায়ে মেখে রান্নাঘরের দিকে পা বাড়ালাম।
Title | : | সুলভ মূল্যে হাসির গল্প |
Author | : | ইমন চৌধুরী |
Publisher | : | সাহিত্যদেশ |
ISBN | : | 9789848069011 |
Edition | : | 1st Edition, 2019 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
শূন্য দশকের একজন উল্লেখযোগ্য লেখক ইমন চৌধুরী। এ সময়ের অন্যতম জনপ্রিয় লেখক। জন্ম ১৮ জুন। নোয়াখালীর মাইজদী সরকারি কলোনিতে। পিতা মফিজুর রহমান চৌধুরী’র সরকারি চাকরির সুবাদে শৈশবের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে এখানে। মা দেলোয়ারা বেগম গৃহিনী। পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈথারা গ্রামে। ফেনী সরকারি পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথম আলো পত্রিকার এক সময়ের তুমুল জনপ্রিয় সাপ্তাহিক রম্য ও বিদ্রুপ ম্যাগাজিন ‘আলপিন’-এর মাধ্যমে প্রথম হাজির হয়েছিলেন পাঠকের সামনে। এরপর ইত্তেফাক, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ শীর্ষস্থানীয় প্রায় সব সংবাদপত্রেই নিয়মিত লিখেছেন। লিখছেন এখনও। সামাজিক অসঙ্গতি নিয়ে রম্য ও বিদ্রুপ লিখে জনপ্রিয়তা অর্জন করলেও ইমন চৌধুরী জীবনঘনিষ্ঠ গল্প-উপন্যাস লিখতেই বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রথম প্রকাশিত বই ‘লাল পাড় সাদা শাড়ি’। প্রথম প্রকাশিত উপন্যাস ‘মেঘের কাছে রোদের কাছে’। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ‘পাশের মানুষ’, ‘পায়ে তার কাচের নূপুর’, ‘এই বসন্তে এসো’, ‘রোদ পড়েছে ডানায়’, ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’, ‘অন্তহীন’ অন্যতম। লেখালেখির সূত্রেই পেশাগত জীবনে বেছে নিয়েছেন সাংবাদিকতা। বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় জৈষ্ঠ সহ-সম্পাদক পদে কর্মরত আছেন। জীবন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। রোগ, শোক, মহামারী, অনিশ্চয়তার এই মানব জীবনে মহাকালের কাছে কিছু গল্প জমা রেখে যেতে চান কেবল।
If you found any incorrect information please report us